ফোর্বসের বিচারে বিশ্বের নবম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি
নয়াদিল্লি: ফোর্বসের বিচারে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ৯ নম্বরে উঠে আসলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। চলতি বছরের শুরুর দিকে ফোর্বসের বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় মুকেশ আম্বানি ১৩তম স্থানে ছিলেন। বছর শেষ হওয়ার আগেই নবম স্থানে উঠে আসলেন তিনি।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজার মূলধন দাঁড়িয়েছে ১০ লাখ কোটি টাকা। যার অর্থ, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন ভারতের সবচেয়ে ধনী কোম্পানি। মুকেশ আম্বানির উত্থানের নেপথ্য কারণ হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের এই সমৃদ্ধি। ফোর্বসের ‘দ্য রিয়েল-টাইম বিলিওনার্স তালিকা’ অনুসারে, মুকেশ আম্বানির সম্পত্তির মোট পরিমাণ দাঁড়িয়েছে ৬০.৮ বিলিয়ন ডলার।
উল্লেখ্য, তেল উত্তোলন থেকে টেলিকম, শিল্প-ব্যবসা, বিনিয়োগ– সব ক্ষেত্রেই সফল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বিশ্বের অভিজাত সংস্থা গুলির তালিকায় বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রির স্থান ৬২। ডলারের নিরিখে রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়ের বাজার মূলধন প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে, যা নেটফ্লিক্স, টোটাল এসএ, কোস্টকো হোলসেল কর্পোরেশন এবং বিপি পিএলসির তুলনায় বেশি।
বৃহস্পতিবার প্রকাশিত ফোর্বসের ওই তালিকায় শীর্ষে রয়েছেন আমাজনের সিইও এবং প্রতিষ্ঠাতা জেফ বেজোস। তাঁর মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ১১৩ বিলিয়ন ডলার।