শপথ নেওয়ার পরে কি বার্তা দিলেন ডঃ মহম্মদ ইউনূস
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৃহস্পতিবার রাতে শপথ নিয়েছেন ডঃ মহম্মদ ইউনূস। শপথ নেওয়ার পর তিনি বলেন, ‘কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ও সবার স্বাচ্ছ্যন্দে জীবন ধারণে সরকারের সহযোগিতা সবাই উপভোগ করবেন। এটাই আমাদের সরকারের লক্ষ্য। এ লক্ষ্য পূরণে আমাদের সহায়তা করুন।’
ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করে নোবেলজয়ী অর্থনীতিবিদ বলেন, ‘সারাবিশ্ব আজ অবাক হয়ে বলছে- সাবাশ বাংলাদেশ। সাবাশ বাংলাদেশের ছাত্র-জনতা। আমরা এই অর্জনকে আরও অনেকদূর নিয়ে যেতে চাই।’