ভোট প্রচারের সময় ‘নাগিন ডান্সে’ নাচলেন কংগ্রেস নেতা, দেখুন ভাইরাল ভিডিও
বেঙ্গালুরু: লোকসভা নির্বাচনের প্রচারে সমর্থকদের সঙ্গে ‘নাগিন ডান্সে’ নেচে ভোটারদের নজর কাড়লেন কর্ণাটকের কংগ্রেস মন্ত্রী এমটিবি নাগরাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর মুহূর্তেই ভাইরাল হল সেই নাচের ভিডিও।
বৃহস্পতিবার কর্নাটকের হসকোটে ভোটের প্রচারে গিয়ে আচমকা নাগিন ডান্সের সঙ্গে নাচতে শুরু করলেন ৬৭ বছর বয়সী রাজ্যের কংগ্রেস মন্ত্রী এমটিবি নাগরাজ। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল তাঁর নাচের সেই ভিডিও।
#WATCH Karnataka Housing Minister MTB Nagraj dances with a group of people while campaigning in Hoskote. #LokSabhaElections2019 pic.twitter.com/InQmOuLOis
— ANI (@ANI) 10 April 2019
মন্ত্রীর দেখাদেখি তাঁর সমর্থকরাও নাচতে শুরু করেন। প্রায় ১০ মিনিট ধরে চলে তাঁদের নাচ। তবে এবারই প্রথম নয় এর আগেও প্রকাশ্যে নিজের নৃত্যলীলা প্রদর্শন করেছেন মন্ত্রী নাগরাজ। এমনকি ধর্মীয় উৎসবে আমন্ত্রিত হয়ে এসেও প্রায়ই তিনি নেচে উঠেছেন, এমন দৃশ্য বিরল নয়।