জম্মু-কাশ্মীরে ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চান ধোনি
শ্রীনগর: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ধোনির প্রথম পোস্টিং পড়েছে কাশ্মীরে। এই মুহূর্তে উপতক্যায় ভারতীয় সেনা জওয়ানদের ব্যাটেলিয়নে রয়েছেন তিনি। জম্মু-কাশ্মীর থেকে ক্রিকেট প্রতিভা তুলে নিয়ে আনতে এবার উপত্যকায় ক্রিকেট অ্যাকাডেমি খুলতে চান মাহি।
যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট শেখানো হবে। সূত্রের খবর, কাশ্মীরে সেনার ভূমিকা থেকে ফিরলেই দেশের ক্রীড়মন্ত্রককে চিঠি দিয়ে কাশ্মীরে ক্রিকেট অ্যাকাডেমি নিয়ে পরিকল্পনার রূপরেখা পেশ করতে চলেছেন মাহি।
ক্রিকেট থেকে বিশ্রাম নিয়ে অন্য ক্রিকেটাররা যখন বিদেশ ভ্রমণে বেড়িয়ে পড়েন। সেখানেই বাইশ গজ থেকে দু’মাসের বিশ্রাম নিয়ে এই মুহূর্তে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছেন ধোনি।
গত ৩১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত কাশ্মীর সীমান্তে টহলদারী ও পোস্ট গার্ডের দায়িত্ব নিয়েছেন মাহি। বাড়ি ছেড়ে সেনা ছাউনিতে কঠিন জীবন বেছে নিয়েছেন ধোনি।