Wednesday, October 9, 2024
দেশ

হর ঘর তিরঙ্গা, বাইক র‌্যালিতে মন্ত্রী-সাংসদরা, দিল্লির রাস্তা ঢাকলো জাতীয় পতাকায়

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১৫ আগস্ট, স্বাধীনতা দিবস আসতে চলেছে। এবছর ৭৭তম স্বাধীনতা দিবস। এবারও দেশজুড়ে পালিত হবে হর ঘর তিরঙ্গা কর্মসূচি।স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) কর্মসূচি সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। 

শুক্রবার স্বাধীনতা দিবসের আগে দিল্লির প্রগতি ময়দান থেকে সাংসদ ও মন্ত্রীরা বাইক র‌্যালির (Bike Rally) মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন। প্রত্যেক মন্ত্রী এবং সাংসদের বাইকে লাগানো ছিল জাতীয় পতাকা (National Flag)। শুক্রবার সকাল ৯ টা নাগাদ উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর (Jagdeep Dhakhar) এই র‌্যালির সূচনা করেন। 


এই কর্মসূচির উদ্দেশ্য হলো গোটা দেশবাসীর মনে দেশপ্রেম জাগ্রত করা এবং নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য অনুপ্রাণিত করা। ১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট অবধি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হবে। গত বছর এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছিল। দেশের কোটি কোটি মানুষ নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দেশের প্রায় ৬ কোটি মানুষ হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে জাতীয় পতাকার সঙ্গে সেলফি আপলোড করেছিলেন।