Tuesday, November 18, 2025
দেশ

দুর্গম ২২ হাজার ২২২ ফুট উঁচু শৃঙ্গ জয় করলেন ITBP জওয়ানরা, ওড়ালেন ভারতের জাতীয় পতাকা

‎সিমলা: হিমাচল প্রদেশ ও তিব্বতের সীমান্তে অবস্থিত লিও পারগিল শৃঙ্গের উচ্চতা ২২,২২২ ফুট। করোনা সংকটের আবহেই সেই পাহাড়ের দুর্গম শিখরে উঠে নজির গড়লেন ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (ITBP) ১২ সদস্য। সেখানে ওড়ালেন ভারতের জাতীয় তেরঙ্গা।

রিও পারগিলকে লিও পারগেলও বলা হয়। দুর্গম পথ ও প্রতিকূল আবহাওয়ায় ২২,২২২ ফুট উচ্চতায় পৌঁছানো ভীষণ কঠিন কাজ। কিন্তু এই অসম্ভব কাজকেই জয় করলেন ১২ সদস্যের ITBP-এর পর্বতারোহীরা।

হিমাচল প্রদেশের উচ্চতম এই শিখরে পৌঁছানো মোটেও সহজ নয়। একে খামখেয়ালি আবহাওয়ায়। কখনও রোদ, কখনও আবার বৃষ্টির কারণে দুর্গম পথ আরও দুর্গম হয়ে ওঠে। তার উপরে করোনার দাপট। পরিবর্তিত এই পরিস্থিতিতে অভিযান স্থগিত রাখার পরামর্শও দিয়েছিলেন অনেকেই। কিন্তু বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন ওই ITBP জওয়ানরা। তাই কঠোর নিয়ম মেনে চলেন ওই ITBP-র ১৬ জন পর্বতারোহী। তাই বাধা আসলেও হার মানেননি তাঁরা।


১৬ সদস্যের ওই দলের নেতৃত্বে ছিলেন ডেপুটি কমান্ডান্ট কুলদীপ সিং। তাঁর সঙ্গে সহ নেতৃত্ব দিয়েছিলেন ডেপুটি কমান্ডান্ট ধর্মেন্দ্র। ৩১ আগস্ট ১৬ সদস্যের মধ্যে ১২ জন হিমাচল প্রদেশের উচ্চতম ওই শৃঙ্গে পৌঁছান। সেখানে পৌঁছেই জাতীয় পতাকা উত্তোলন করে ভারত মাতা কি জয় স্লোগান দেন।

উল্লেখ্য, প্রতিকূল পরিবেশে পর্বতারোহণের জন্য সবথেকে শক্তিশালী ও সেরা বলে বিবেচনা করা হয় আইটিবিপিকে (ITBP) জওয়ানদের। তাঁরা প্রতিকূল জলবায়ুর মধ্যে কাজ করেন। যা পর্বতারোহণের পক্ষে সহায়ক।