Thursday, June 19, 2025
Latestদেশ

ভারতে ধৃত ১২৭ ISIS জঙ্গিরই অনুপ্রেরণা জাকির নায়েক: NIA

নয়াদিল্লি: সম্প্রতি দেশের ১৪টি রাজ্য থেকে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে মোট ১২৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা সবাই কট্টরপন্থী জাকির নায়কের ভাষণে অনুপ্রাণিত হয়ে আইএসআইএসে যোগদান করেছে। এমনই বিস্ফোরক তথ্য জানালো জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ)। সোমবার এক সংবাদ সম্মলনে এমনটাই জানালেন এনআইএসের আইজি অলোক মিত্তাল।

সাংবাদ সম্মলনে অলোক মিত্তাল বলেন, ১২৭ জনের মধ্যে ৩৩ জন তামিলনাড়ুর, ১৯ জন উত্তরপ্রদেশের, ১৭ জন কেরলের এবং ১৪ জন তেলেঙ্গানার বাসিন্দা। কট্টরপন্থী জাকির নায়েকের কথায় উদ্বুদ্ধ হয়েই এরা আইএসআইএসের মতো জঙ্গি সংগঠনের যোগ দিয়েছে।

গ্রেফতার হওয়া অনেকে জেরায় স্বীকার করেছে, সম্প্রতি শ্রীলঙ্কাতে হওয়া সন্ত্রাসবাদী হামলার সময়ে তাদের আইএসআইএস পরিচালনা করেছিল। তামিলনাড়ু থেকে গ্রেফতার বেশ কয়েকজন স্বীকার করেছে তারা শ্রীলঙ্কার হওয়া সন্ত্রাসবাদী হামলার মাস্টারমাইন্ড জাহারান হাসিম ভিডিও দেখে সন্ত্রাসবাদী দলে যুক্ত হয়েছিল।

বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিন কেরল, কর্নাটক এবং মহারাষ্ট্রে বিস্তার ঘটানোর চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত বলে রাখি, জঙ্গি মতাদর্শে প্রভাবিত এবং উষ্কানি মূলক বক্তব্যের কারণেই দেশে নিষিদ্ধ করা হয়েছিল জাকির নায়ককে। মালয়েশিয়ায় পালিয়ে যান তিনি।

মালয়েশিয়ার সরকার, জাকির নায়েকের প্রকাশ্যে কোনও বক্তব্য পেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করেছে। কোনও সভা তিনি সেদেশে করতে পারবেন না। জাকির নায়েককে মালয়েশিয়া সরকার গ্রেফতার না করলেও তিনি সরকারের কড়া নজরদারিতে রয়েছেন।