Thursday, December 12, 2024
দেশ

উত্তরপ্রদেশের মসজিদে সমীক্ষাকে কেন্দ্র করে তুমুল বিক্ষোভ, পুলিশের সাথে সংঘর্ষে নিহত ৩

কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভলে মসজিদ জরিপের প্রতিবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে রবিবার তিনজনের মৃত্যু হয়েছে। অভিযোগ, মুঘল আমলে একটি মন্দির ধ্বংস করে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতে আদালতের নির্দেশে জরিপ চালানো হয়।

জরিপ দল শাহী জামা মসজিদের কাছে পৌঁছালে শতাধিক বিক্ষোভকারী জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

৩ জনের মৃত্যুর খবর মোরাদাবাদের ডিভিশনাল কমিশনার অঞ্জনেয় কুমার সিং নিশ্চিত করেছেন। যদিও পুলিশ নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে জানায়নি। পুলিশের দাবি, মৃতদের ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সংঘর্ষে ১৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে ডেপুটি কালেক্টরের পা ভেঙে গেছে এবং একজন সার্কেল অফিসারও আহত হয়েছেন। সংঘর্ষে কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয় এবং বিক্ষোভকারীদের দিক থেকেও গুলি ছোড়া হয়।

সম্ভলের শাহী জামা মসজিদের প্রধান মসজিদের ভেতর থেকে ঘোষণার মাধ্যমে বিক্ষোভকারীদের সরে যেতে অনুরোধ করেন। কিন্তু তাতে তারা সাড়া দেয়নি। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশের শীর্ষ কর্মকর্তারা শান্তি বজায় রাখার আহ্বান জানালেও, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) প্রশান্ত কুমার জানান, “আদালতের নির্দেশে মসজিদ জরিপ চলছিল। কিন্তু কিছু সমাজবিরোধী পাথর নিক্ষেপ করেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তথ্যসূত্র: India Today