Friday, June 20, 2025
Latestদেশ

পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল নিয়ে সেনাপ্রধানের মন্তব্যকে সমর্থন জানালেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

মুম্বাই: পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনর্দখলের ব্যাপারে সেনাপ্রধান এমএম নারাভানের বক্তব্যকে সমর্থন জানালেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। তিনি বলেন, পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখলের ব্যাপারে সেনাপ্রধান নারাভানের বক্তব্য নিয়ে কেন্দ্রীয় সরকার অবশ্যই ভেবে দেখবে।

জেনারেল নারাভানে গত ১১ জানুয়ারি বলেন, কেন্দ্রীয় সরকারের থেকে পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ফের ছিনিয়ে আনার সবুজ সঙ্কেত পেলে ভারতীয় সেনাবাহিনী অবশ্যই পদক্ষেপ গ্রহন করবে।


এই সংক্রান্ত সংসদে যে প্রস্তাব পাশ হয়েছিল, সেই প্রসঙ্গও উত্থাপন করে সেনাপ্রধান নারাভানে বলেন, সম্পূর্ণ জম্মু ও কাশ্মীর ভারতের অংশ, এই প্রস্তাব পাশ হয়েছিল সংসদে। এবার সংসদ চাইলে, পাক অধিকৃত কাশ্মীরকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে। এবার তাঁর এই বক্তব্যকে সমর্থন করলেন প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী বলেন, পাক অধিকৃত কাশ্মীর পুনর্দখল ভারতীয় সেনাবাহিনীর আবেগ। সেনাবাহিনী যেটা বলছেন, ভুল নয়। সরকার অবশ্যই এ ব্যাপারে ভাববে। এদিন নিহত ভারতীয় সেনা জওয়ানদের সৌধে মালা দিয়ে শ্রদ্ধাও জানান তিনি।