Tuesday, November 18, 2025
দেশ

গোয়ালিয়রে বিজেপিতে যোগ দিলেন পাঁচ হাজারের বেশী কর্মী সমর্থক

ভোপাল: মধ্যপ্রদেশে উপনির্বাচনের আগেই শক্তি বাড়লো গেরুয়া শিবিরের। আসন্ন ২৭ টি বিধানসভা আসনে উপনির্বাচনের আগেই পাঁচ হাজারের বেশী নেতা ও কর্মী সমর্থকরা যোগ দিলেন বিজেপিতে। এই বিপুল সংখ্যক মানুষের বিজেপিতে যোগদান নির্বাচনের গেরুয়া শিবিরে আরও অনেকটাই শক্তিশীলী করে তুললো।

মধ্যপ্রদেশে যে ২৭ টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে তার বেশিরভাগ আসনই গোয়ালিয়র বিধানসভা এলাকা থেকে। উপনির্বাচনের আগেই বড়সড় রদবদল। গোয়ালিয়র বিধানসভা এলাকা থেকে কর্মী সমর্থকরা বিজেপিতে যোগ দিলেন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং বিজেপির নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার উপস্থিতিতে তাঁরা বিজেপিতে যোগদান করেন।

উল্লেখ্য, জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার দলত্যাগের জন্যই মধ্যপ্রদেশে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস। এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, কংগ্রেস দুর্নীতিতে পরিপূর্ণ দল। আমি ও আমার পরিবার সবসময় জনতার স্বার্থে কথা বলেছি এবং জনকল্যাণের কথা ভেবেছি।

সামনে মধ্যপ্রদেশের ২৭টি আসনে উপনির্বাচন। এর মধ্যে ২২টি কেন্দ্রে সিন্ধিয়া ঘনিষ্ঠরা পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। এদের মধ্যে কয়েকজন মন্ত্রীও হয়েছেন। এদিকে কংগ্রেস চাইছে সিন্ধিয়ার গড়ের এই ২২টির মধ্যে অন্তত ২০টি আসন দখল করতে। সেই লক্ষ্যে তিন ধাপে পরিকল্পনা করেছে তাঁরা। প্রথম ধাপে রণকৌশল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরকে। দ্বিতীয় ধাপে, প্রচারের জন্য বিজ্ঞাপনের দায়িত্ব দেওয়া হচ্ছে কর্পোরেট সংস্থাকে। এবং তৃতীয় ধাপে দলের বর্ষীয়ান নেতাদের ফিরিয়ে এনে সিন্ধিয়া সমর্থকদের বিরুদ্ধে লড়াইয়ে নামাচ্ছে কংগ্রেস।