Thursday, April 25, 2024
রাজ্য​

সাগরদিঘিতে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন হাজারের বেশি কর্মী সমর্থক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সাগরদিঘি উপ-নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূলের। জিতেছে কংগ্রেস। এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। নির্বাচনে ভরাডুবির কারণ খতিয়ে দেখতে কমিটি তৈরি করেছে তৃণমূল। এর মধ্যেই খবর, সাগরদিঘিতে তৃণমূল থেকে হাজারের বেশি কর্মী-সমর্থক যোগ দিলেন কংগ্রেস। এই খবরে অস্বস্তি বাড়লো তৃণমূলের।

জানা গেছে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তৃণমূল থেকে কংগ্রেসে আসা এসব মানুষের হাতে দলীয় পতাকা তুলে দেন। শনিবার দুপুরে এই যোগদান সভার আয়োজন করে মুর্শিদাবাদ জেলা কংগ্রেস। বহরমপুরের জেলা কংগ্রেস কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

অধীর চৌধুরী বলেন, “আগামীদিনেও যোগদান কর্মসূচি চলবে। মুর্শিদাবাদে আগামীদিনে তৃণমূল বলে কিছু থাকবে না।”