ফের বড়সড় ভাঙন তৃণমূলে, সৌমিত্র খাঁর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন ১০০০ জন
কলকাতা: ফের বড়সড় ভাঙন রাজ্যের শাসকদল তৃণমূলে। সদ্য বিজেপির যুব মোর্চার সভাপতি নির্বাচিত হয়েছেন সৌমিত্র খাঁ, তারপর থেকেই তৃণমূলে ভাঙন ধরিয়ে চলেছেন। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে নাম লেখালেন যুব নেতা-কর্মীরা। যোগদানকারীদের মধ্যে ১০০০ তৃণমূলের যুব নেতা-কর্মী আছেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। তাদের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন সৌমিত্র খাঁ।
এদিনের দলীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির নেতা রাজ কমল পাঠক, জয় বন্দোপাধ্যায় প্রমুখ। একসাথে এতজন যুব নেতা-কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় খুশির হাওয়া গেরুয়া শিবিরে। এর আগে শনিবার হাওড়া তৃণমূলের যুব নেতা রানা বন্দ্যোপাধ্যায়, সৌরভ মুখোপাধ্যায়, সৌরভ শেঠের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
আজ বিজেপি রাজ্য সদর দপ্তরে পশ্চিমবঙ্গের রাজ্য যুব মোর্চার সভাপতি এবং বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এর হাত ধরে প্রায়১ হাজার যুবক তৃণমূল সিপিএম এবং কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। pic.twitter.com/Zz6be5N08G
— Saumitra khan (@KhanSaumitra) June 14, 2020
দলত্যাগীরা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, তাঁরা তৃণমূলের উপর আর ভরসা রাখতে পারেনি। তাই বিজেপিতে যোগ দিয়েছেন। এদিকে, বিজেপির তরফে দাবি করা হয়েছে, সবে তো ভাঙ্গন শুরু হল, ২০২১ এর বিধানসভা ভোটের পর তৃণমূল দলটাই থাকবে না।
উল্লেখ্য, সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চার দায়িত্ব পেয়েছেন সৌমিত্র খাঁ। নয়া দায়িত্ব পেয়েই ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের যুবকর্মীদের বিজেপিতে টানার কাজ শুরু করে দিয়েছেন। রাজনৈতিকমহলের দাবি, সৌমিত্র যেভাবে তৃণমূলের ঘর ভেঙে চলেছেন তাতে ঘুম উড়তে চলেছে রাজ্যের শাসকদলের। সেইসাথে লাগাতার পিসি-ভাইপোকে একযোগে তোপও দেগে চলেছেন তিনি। এছাড়া তৃণমূলের বিরুদ্ধে ধর্না, বিক্ষোভ, আন্দোলন জারি রেখেছেন নিয়ম করে।