Friday, July 12, 2024
কলকাতা

প্রতি দশজনে একজনেরও বেশি ফরাসি নারী ধর্ষণের শিকার

প্রতি দশজনে একজনেরও বেশি ফরাসি নারী কমপক্ষে একবার ধর্ষণের শিকার হয়েছেন। জিন জরেস নামে এক গবেষণা প্রতিষ্ঠানের যৌন সহিংসতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০১৬ সালের শেষ চারমাসের তুলনায় ২০১৭ সালের একইসময়ে ধর্ষণের হার ৩১ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়,  জরিপে অংশ নেওয়া ২ হাজার ১৬৭ জন নারীর মধ্যে ১২ শতাংশ নারী জানিয়েছেন, তারা ‘সহিংসতার সঙ্গে ধর্ষণ, যৌনমিলনে বাধ্য অথবা হঠাৎ হামলার শিকার হয়েছেন।’ আবার ৫ শতাংশ নারী জানিয়েছেন, জীবনে একবারেরও বেশি তাদেরকে এ পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ৩১ শতাংশ নারী জানিয়েছেন, তারা প্রেমিকা বা স্বামীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন, ১৯ শতাংশ জানিয়েছেন তারা পরিচিতজন এবং ১৭ শতাংশ জানিয়েছেন তারা অপরিচিত ব্যক্তির হাতে ধর্ষণের শিকার হয়েছেন।

ধর্ষণ শিকার হওয়া নারীদের মধ্যে অর্ধেকই শিশুবেলা অথবা কিশোরীবেলায় হামলার শিকার হয়েছেন। ৪২ শতাংশ ক্ষেত্রে বাড়িতে থাকা অবস্থায় এসব হামলা হয়েছে। যৌন হামলার শিকার এসব নারীদের মধ্যে মাত্র ১৫ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেছেন। তবে অনেকেই ধর্ষণের ঘটনার পর মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন।