বিজেপির দাবি মেনে উপনির্বাচনে করিমপুরে আরও ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা: সোমবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটদান অবাধ ও শান্তিপূর্ণ করতে আরও ৫ কোম্পানি আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নদিয়ার করিমপুরে ১০ ও খড়গপুর সদর এবং কালিয়াগঞ্জে ৫ কোম্পানি করে মোট ২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল। জঙ্গলমহল থেকে করিমপুরে ওই ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে আপত্তি জানিয়ে কমিশনে চিঠি দিচ্ছে রাজ্যের শাসকদল তৃণমূল। তৃণমূলের দাবি, জঙ্গলমহল থেকে আধাসেনা সরিয়ে করিমপুরে পাঠানো হলে সেখানে নিরাপত্তা ব্যাহত হতে পারে। তবে এবারই প্রথম নয়, লোকসভা ভোটেও অতিরিক্ত বাহিনী নিয়ে সরব হয়েছিল তৃণমূল। এবারও বাড়তি বাহিনী নিয়ে বাকযুদ্ধ শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, এটা অন্যায় হয়েছে। কেন এত তাড়াতাড়ি বাহিনী তোলা হল?
করিমপুরের ৯০ % বুথে, খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ৭০ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে জানা গেছে। আর কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ৬০ শতাংশ বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বাকি সব বুথে থাকবে রাজ্য সশস্ত্র পুলিশ।
এদিকে, খড়গপুরের এসডিপিও সুকোমল দাস এবং করিমপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানাপাড়ার ওসি সুমিতকুমার ঘোষকে সরিয়ে দেওয়া হয়েছে।