Sunday, March 16, 2025
দেশ

মূল ধাপে পৌঁছে গেল চন্দ্রযান ২, আলাদা হল ল্যান্ডার বিক্রম

২২ জুলাই লঞ্চ হওয়ার পর থেকে এখনও অবধি ৩,৮ লাখ কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করেছে চন্দ্রযান ২। দীর্ঘ পথ সফল ভাবে পাড়ি দেওয়ার পর এবার চূড়ান্ত পর্যায়ে চাঁদের মাটিতে নামার প্রস্তুতি শুরু করল চন্দ্রযান ২। অরবিটার থেকে আলাদা হয়ে গেল বিক্রম ল্যান্ডার।

এই ল্যান্ডারের মধ্যে আবার রয়েছে প্রজ্ঞান রোভার। ল্যান্ডার এবং রোভার দু’টিই আলাদা হয়ে গিয়েছে অরবিটার থেকে। ইসরোর তরফে জানানো হয়েছে, ল্যান্ডার এবং রোভার দুটোই ঠিকঠাক কাজ করছে। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে রোভার-সহ অবতরণ করবে এই ল্যান্ডার।

ইসরোর জানিয়েছে, ২ সেপ্টেম্বর দুপুর ১টা ১৫ মিনিটে অরবিটার থেকে সফল ভাবে আলাদা হয়ে গিয়েছে। এর পর আরও দুটি ছোট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে নামবে এই ল্যান্ডার। বর্তমানে ল্যান্ডারটি ১১৯ X ১২৭ কিলোমিটার দূরে রয়েছে।


ইসরোর টেলিমেট্রির মিশন অপারেশনস কমপ্লেক্স থেকে এই ল্যান্ডারের ওপর নজর রাখা হচ্ছে। ৭ তারিখ চন্দ্রযান ২ নিজেদের ফাইনাল লোকেশান যা মোটামুটি ১০০ কিমি x ৩৫ কিমি কক্ষপথের কাছাকাছি থাকবে।