‘মোদী জ্যাকেট’ পেয়ে মহাখুশি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
সিউল: গত জুলাইয়ে রাষ্ট্রীয় সফরে ভারতে এসেছিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের পর তাঁর পরিহিত জ্যাকেটের প্রশংসা করেন মুন। মোদীকে জানান, এই জ্যাকেটে তাঁকে বেশ মানিয়েছে। আর এই জ্যাকেটও বেশ সুদৃশ্য। তার সেই প্রশংসার কথা ভোলেননি মোদী। এদিন কোরিয়ার প্রেসিডেন্টের হাতে পৌঁছে গেল বন্ধু মোদীর পাঠানো উপহার। খান চারেক ‘মোদী জ্যাকেট’। যা পেয়ে খুশি চেপে রাখতে পারেননি তিনি। সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদীকে।
‘মোদী জ্যাকেট’ পরে ছবি তুললেন, সেই ছবি পোস্ট করলেন টুইটারে। সেই সঙ্গে পোশাকটির ভূয়সী প্রশংসাও করতে ভুললেন না মুন। মুন লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে এই উপহার পাঠিয়েছেন। ভারতের চিরাচরিত পোশাকের আধুনিক সংষ্করণ। এটি পরিচিত ‘মোদী ভেস্ট’ হিসাবে। এটিকে কোরিয়াতেও ভালোভাবে পরা যাবে। আমার দারুণ ফিট হয়েছে।
인도 모디 총리 @narendramodi 께서 멋진 옷을 보내왔습니다. 인도 전통의상을 한국에서도 쉽게 입을 수 있도록 개량한 모디 자켓인데, 너무 잘 맞습니다. 인도 방문 때 모디 총리의 옷이 멋있다고 했더니 특별히 저의 치수에 맞춰 보내주셨습니다. 후의에 감사드립니다. pic.twitter.com/IsX7W48ijA
— 문재인 (@moonriver365) 31 October 2018
মুন আরও লেখেন, ভারত সফরের সময় একবার আমি প্রধানমন্ত্রীর এই পোশাকের প্রশংসা করেছিলাম। এরপরই তিনি আমার জন্য সেটি পাঠিয়ে দিলেন। আমার মাপের সেলাই করে পাঠিয়েছেন। এজন্য তাঁকে ধন্যবাদ জানাতে চাই।
পাশাপাশি কোরিয়ার সিউল শান্তি পুরস্কার পাওয়ার জন্যও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন মুন। পুরস্কার পাওয়ার পরে মোদী নিজের টুইটারে কোরিয়ান ভাষায় ধন্যবাদ জানান। তা নিয়েও ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি মুন।
I have read Prime Minister Modi’s tweets upon winning the Seoul Peace Prize. They were written in Korean, and I was moved by his thoughtfulness. I would like to offer my heartfelt congratulations to Prime Minister Modi. https://t.co/ZLwBWAHb7J
— 문재인 (@moonriver365) 31 October 2018
প্রসঙ্গত, ১৯৮০ সাল থেকেই এই বিশেষ পোশাকটি তৈরি করে আসছে জেড ব্লু সংস্থা। পরবর্তীতে এটাই ‘মোদী জ্যাকেট’ নামে বিখ্যাত হয়েছে।