Monday, March 24, 2025
Latestদেশ

ভারত হিন্দু রাষ্ট্র, এ বিষয়ে কোনও সন্দেহ নেই: মোহন ভাগবত

নয়াদিল্লি: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত সাফ জানালেন, ভারত হিন্দু রাষ্ট্র, এ নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। মোহন ভাগবতের দাবি, অবিলম্বে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা হোক। আরএসএসকে নিয়ে সুনীল আম্বেদকরের লেখা একটি বইপ্রকাশ অনুষ্ঠানে গিয়ে মোহন ভাগবত এই দাবি করেন। তিনি বলেন, ভারত হিন্দু রাষ্ট্র, সেই দাবি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এদিনের বইপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা নিতিন গডকড়ী, ধর্মেন্দ্র প্রধান, প্রহ্লাদ সিং প্যাটেল, স্মৃতি ইরানি, পীযূষ গোয়েল এবং প্রকাশ জাভড়েকর।

মোহন ভাগবত বলেন, অনেকে মনে করে সঙ্ঘের আদর্শ হলেন প্রভু হনুমান, ছত্রপতি শিবাজি এবং হেডগেয়ার। তবে তা নয়। কোনও নির্দিষ্ট নীতিকে সংঘের নীতি হিসেবে বর্ণনা করা ভুল। সংঘের কোনও নির্দিষ্ট নীতি নেই। আরএসএস শুধু একটাই নীতি সেটা হল- ভারত একটি হিন্দু রাষ্ট্র। আর এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই।

সঙ্ঘ প্রধান বলেন, আরএসএস হিন্দু রাষ্ট্রের তত্ত্বে বিশ্বাসী। আরএসএস মনে করে, হিন্দুস্তানে যারা বাস করেন, তাঁরা সকলেই হিন্দু ছিল। সংঘের বিশ্বাস, পরবর্তী সময়ে হয় সেইসব হিন্দুদের মুসলিম শাসকেরা জোর করে ধর্মান্তরিত করেছেন, নতুবা তাঁরা স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়েছেন। ভারতে বসবাসকারী মুসলিমরাও একসম হিন্দু ছিল। তাই অন্য ধর্মের মানুষকে ধর্মান্তকরণ বা ঘর ওয়াপসির মাধ্যমে হিন্দুত্বে পরিণত করতে কোনও আপত্তি করে না আরএসএস।

মোহন ভাগবত বলেন, আরএসএসের প্রতিষ্ঠাতা কে. বি. হেডগেওয়ারও বলেছেন, হিন্দুস্থান তথা ভারত একটি ‘হিন্দু রাষ্ট্র’। আমরা জীবনের এই সত্যটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা এটি পরিবর্তন করতে পারি না।