Saturday, June 21, 2025
Latestদেশ

এবার রামমন্দির নির্মাণের কাজ শুরু করা হোক: মোহন ভাগবত

নয়াদিল্লি: শনিবার সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সর্বসম্মতভাবে অযোধ্যা মামলার রায়দান করল। অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায়কে কারও জয় বা পরাজয় হিসেবে দেখা উচিৎ নয়। আরএসএস প্রধান বলেছেন, অতীতের সব কিছু ভুলতে হবে এবং এখন আমাদের কর্তব্য রামমন্দির নির্মাণ।

সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। অযোধ্যায় বিকল্প ‘উপযুক্ত’ পাঁচ একর জমি পাবে  সুন্নি ওয়াকফ বোর্ড। প্রধান বিচারপতি রঞ্জন গগৈর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এই রায় দিয়েছে।


এদিকে অযোধ্যা মামলার এই রায়ে সন্তুষ্ট নয় সুন্নি ওয়াকফ বোর্ড। পাশাপাশি এই মামলার প্রেক্ষিতে অল ইন্ডিয়া মুসলি পার্সোনাল ল বোর্ড রিভইউ পিটিশন করবে জানা গেছে। এ প্রসঙ্গে মোহন ভাগবত বলেন, আমি এই বিষয়ে মন্তব্য করতে চাই না। আমি শুধু দেশের সবাইকে এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এই দেশ হিন্দু-মুসলিম সবার। সকল ধর্মের লোকদের জন্য আমার একই বার্তা।

আরএসএস প্রধান বলেন, রামমন্দির প্রশ্নে সমস্ত যুক্তি ও তর্ক শুনেছে শীর্ষ আদালত। অন্য পক্ষের মতও শুনেছে। সব পক্ষের মতের মূল্যায়ন হয়েছে। এ জন্য সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির উদ্দেশে শ্রদ্ধা জানাচ্ছে আরএসএস। তা ছাড়া গোটা দেশের মানুষ যে রকম শান্তিপূর্ণ ভাবে সুপ্রিম রায়কে গ্রহণ করেছেন তাও প্রশংসনীয়।