সরস্বতী পুজোয় হলুদ শাড়িতে মেয়ের ছবি পোস্ট মহম্মদ শামির, নেটদুনিয়ায় আশীর্বাদের বন্যা
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-২০ ম্যাচে ভারতের জয়ের অন্যতম নায়ক মহম্মদ শামি। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁর মেয়ের একটি মিষ্টি ছবি শেয়ার করলেন। ছবির ক্যাপশন লিখেছেন, খুব মিষ্টি লাগছে তোমাকে বেটা, তোমাকে খুব ভালোবাসি, ভগবান তোমার মঙ্গল করুন। খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে।
সরস্বতী পুজোর দিন কিউইদের বিরুদ্ধে শেষ ওভারে দলকে অপ্রত্যাশিত জয় এনে দিয়ে ম্যাচের নায়ক মহম্মদ শামি। আর এইদিনই সোশ্যাল মিডিয়ায় মেয়ে আইরার ছবি শেয়ার করলেন তিনি। বিদ্যার দেবী সরস্বতী আরাধনায় অন্যান্য খুদেদের মতো আইরাও সামিল হয়।
View this post on Instagram
Looking so sweet beta love you so much ??❤️❤️❤️❤️god bless you beta see you soon ??
লাল পাড় বাসন্তী শাড়িতে সেজেছিল শামির মেয়ে আইরা। সঙ্গে মাথায় ঝুঁটি, গলায় সাদা পুঁতির মালা, হাতে চুড়ি। মা সরস্বতীর সামনে দাঁড়িয়ে পোজ দিতে দেখা যায় তাকে। সেই ছবিটাই ইন্সটাগ্রামে শেয়ার করেন শামি। নিমেষেই ভাইরাল হয়ে যায় ছবিটি। নেটিজেনরাও ভূয়সী প্রশংসা করেন শামির।
কেউ লেখেন, সত্যি দুর্দান্ত। শামি আপনি এবং আপনার মেয়ে প্রমাণ করে দিয়েছেন আপনারা হিন্দু-মুসলিমের উর্দ্ধে ওঠে ভারতীয়। কেউ আবার লিখেছে, খুব মিষ্টি লাগছে আইরাকে। এদিন আইরাকে প্রাণভরে আর্শীবাদ করল ভারতীয় ক্রিকেট প্রেমীরা। আর ফুটফুটে আইরা নজর কাড়ল গোটা দেশের।