Monday, March 24, 2025
দেশ

মোদীর হাতে রাখি বাঁধলেন পাকিস্তানি বোন

নয়াদিল্লি: বিগত ৩৬ বছর ধরে প্রতিটি রাখি পূর্ণিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাখি বেঁধেছেন জন্মসূত্রে পাকিস্তানি মহিলা কামার মহসিন শেখ। এবারও তার ব্যতিক্রম হল না। প্রধানমন্ত্রীকে এবারও রাখি পরিয়ে তাঁর সাফল্য কামনা করলেন তিনি। এবার মোদীর হাতে তিনি তাঁর স্বামীর আঁকা একটি পেইন্টিং তুলে দেন।

কামার জানিয়েছেন, আমি প্রতি বছর একবার করে দাদার হাতে রাখি বাঁধার সুযোগ পাই। আমি খুব খুশি। আগামী পাঁচ বছর যেন মোদীর খুব ভালো কাটে। সারা বিশ্ব যেন তাঁর নেওয়া ইতিবাচক সিদ্ধান্তগুলিকে স্বীকৃতি দেয়। এরইসঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্যের কামনাও করেন তাঁর পাকিস্তানি ‘রাখি’ বোন।


উল্লেখ্য, ৩৬ বছর আগে ভারতীয় চিত্রশিল্পী স্বামীর সঙ্গে দিল্লিতে আসার পর রাখি পূর্ণিমার দিন মোদীর সঙ্গে আলাপ হয় তাঁর।  সেবারই প্রথম মোদীর হাতে রাখি পরিয়ে দেন কামার। তারপর থেকে প্রত্যেক রাখি পূর্ণিমায় মোদীর হাতে রাখি বেঁধেছেন তিনি। এবারেও তার ব্যতিক্রম হল না।

এদিন তিন তালাক বাতিল প্রসঙ্গে কামারকে প্রশ্ন করা হলে তিনি জানান, কোরান এবং ইসলামে তাৎক্ষণিক তিন তালাকের স্থান নেই। একই সঙ্গে ৩৭০ ধারা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এই পদক্ষেপ আদৌ ভালো হল না খারাপ তা আগামী দিনে স্পষ্ট হয়ে যাবে।