Monday, March 17, 2025
দেশ

মোদীর চায়ের দোকান হবে পর্যটনস্থল, নয়া উদ্যোগ কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়ের

ভাদনগর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছোটবেলায় গুজরাটের ভাদনগর স্টেশনে যে দোকানে চা বিক্রি করতেন, সেই চায়ের দোকানটিকে পর্যটনস্থলে পরিণত করার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।

সম্প্রতি কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী প্রহ্লাদ প্যাটেল ভাদনগর স্টেশনের সেই চায়ের দোকানটি সরেজমিন দেখতে যান। এর পরেই তিনি নির্দেশ দেন, ওই চা দোকানটির মূল কাঠামো পরিবর্তন না করে তার সংস্কার ও আধুনিকীকরণ করতে হবে। পুরো দোকানটিকে কাচ দিয়ে মুড়ে ফেলা হবে। পাশাপাশি গোটা এলাকা পরিচ্ছন্ন রাখা হবে। এই খাতে অর্থ বরাদ্দ করবে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।

ছোটবেলায় ভাদনগর স্টেশনের ওই চা দোকানে বসেই বাবার সঙ্গে চা বিক্রি করতেন তিনি। পরিবারের আর্থিক সচ্ছলতার দায়ভার ছিল তখন তাঁর কাঁধে। ভাদনগরের সেই ছোট্ট নরেন্দ্র মোদী আজ দেশের প্রধানমন্ত্রী।

স্বাভাবিকভাবেই মোদীর ছোটবেলার সেই স্মৃতির প্রতি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ রয়েছে। আর সেই আকর্ষণকেই লুফে নিতে চাইছে পর্যটন মন্ত্রণালয়। যে কারণে মোদীর ছোটবেলার সেই চা দোকানটিকে আন্তর্জাতিকমানের পর্যটনস্থল হিসেবে তুলে ধরার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয়।