বিজেপির ডাকা সিএএ বৈঠকে উপস্থিত ছিলেন পীযূষ পাণ্ডে, রণবীর শৌরি, উর্বশী সহ জনা ২০ বলিউড তারকারা
মুম্বাই: সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) প্রতিবাদে গোট দেশ উত্তাল। এই ইস্যুতে অনেকটাই ব্যাকফুটে অবস্থা বিজেপির। তাই সমর্থন পেতে বলিউডের দ্বারস্থ হয়েছিল গেরুয়া শিবির। বিজেপির আমন্ত্রণে সাড়া দিয়ে সিএএ সমর্থনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন পীযূষ পাণ্ডে, অভিষেক কাপুর, রণবীর শৌরি, উর্বশী রাউতেলা সহ জনা ২০।
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও বিজেপি সহ সভাপতি বৈজয়ন্ত জয় পান্ডা মুম্বাইয়ের গ্র্যান্ড হায়াত হোটেলে সংশোধিত নাগরিকত্ব আইনের বিভিন্ন গুণাবলী তুলে ধরেন। সেন্সর বোর্ডের প্রধান প্রসূন যোশী ছাড়াও বৈঠকে ছিলেন প্রযোজক রিতেশ সিধওয়ানি ও ভূষণ কুমার, পরিচালক অভিষেক কাপুর অভিনেতা রণবীর শোরের মতো বলিউড তারকারা বৈঠকে যোগ দিয়েছিলেন।
হিন্দি ও মারাঠি সিনেমা ও টিভি জগতের লোকজন মিলিয়ে সংখ্যাটা ছিল জনা ২০। তাঁদের মধ্যে ছিলেন কুনাল কোহলি, অনু মালিক, বিপুল শাহ, কৈলাস খের, অনীল শর্মা, শৈলেশ লোধা, শশী রঞ্জন, সুরেষ ওয়াদকার, রাহুল রাওয়াল, শান। এছাড়া উপস্থিত ছিলেন গুজরাটি টেলিভিশন প্রযোজক-পরিচালক জমনদাস মাজেঠিয়া, দিলীপ যোশী, শৈলেশ লোঢার মতো ব্যক্তিত্ব।
বলিউডের এ-লিস্টার জাভেদ আখতার, ভিকি কৌশল, আয়ুশ্মান খুরানা, রবিনা ট্যান্ডন, বনি কাপুর, কঙ্গনা রানাউত এবং মধুর ভাণ্ডারকরের নাম নিমন্ত্রণের তালিকায় থাকলেও তাঁদের কেউই বৈঠকে উপস্থিত ছিলেন না।