Tuesday, June 24, 2025
Latestদেশ

দুঃস্থদের বিরল রোগের চিকিত্‍সার জন্য ১৫ লাখ টাকা দেবে মোদী সরকার

নয়াদিল্লি: ‌দারিদ্রসীমার নীচে বসবাসকারী বিরল রোগে আক্রান্তদের জন্য এককালীন ১৫ লাখ টাকা দেবে কেন্দ্রের মোদী সরকার। সারা দেশেই দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী রোগী এবং মরণব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য রাষ্ট্রীয় আরোগ্য যোজনা চালু আছে।

১৯৯৭ সাল থেকে চালু রয়েছে রাষ্ট্রীয় আরোগ্য যোজনা প্রকল্প। এই কর্মসূচিতে দুঃস্থ রোগীদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য এককালীন অনুদানের ব্যবস্থা আছে। যে কোনও স্পেশালিটি হাসপাতালে এই ধরণের চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পেরই পুনর্মূল্যায়ন করে কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, বিরল রোগের চিকিৎসায় এককালীন ১৫ লাখ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন দারিদ্রসীমার নীচে বিরল রোগে আক্রান্তরা। এই প্রকল্পের ফলে উপকৃত হবেন দেশের কয়েক কোটি মানুষ।

সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ৮,০০০-রও বেশি বিরল ও মরণব্যাধি রয়েছে যার মধ্যে ৪৫০ রকম রোগের প্রকোপে মৃত্যু হয় এদেশে হাজার হাজার মানুষের। যার মধ্যে রয়েছে হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, সিকল–সেল অ্যানিমিয়া, ক্যানসার, সিস্টিক ফাইব্রোসিসের মতো রোগ। রাষ্ট্রীয় আরোগ্য যোজনার আওতায় এই প্রকল্পে এই সমস্ত মরণব্যাধিতে আক্রান্তদের বিনামূল্য চিকিৎসার ব্যবস্থা করা হবে। সরকারের এই নীতির ফলে বহু গরিব মানুষ উপকৃত হবেন।‌‌

প্রসঙ্গত, ২০১৮ সালে চালু হয়েছে মোদী সরকারের ‘আয়ুষ্মান ভারত প্রকল্প’। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা যোজনায় ধীরে ধীরে প্রায় ৫০ কোটি মানুষকে স্বাস্থ্যবীমার সুবিধা দেওয়া হবে এবং এতে উপকৃত হবেন প্রায় ১০ কোটি পরিবার। এতে ৫ লাখ টাকার স্বাস্থ্যবীমার সুবিধা পাচ্ছেন প্রতিটি পরিবার। এর মাধ্যমে স্বাস্থ্যক্ষেত্রে খরচে কোনও টাকা দিতে হবে না।