Saturday, June 21, 2025
Latestদেশ

রাম মন্দিরের ট্রাস্ট গঠনে উদ্যোগী হল মোদী সরকার

লখনউ: সুপ্রিম কোর্ট অযোধ্যায় বিতর্কিত জমিতে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিয়েছে। ঐতিহাসিক এই রায়ে দেশের ইতিহাসে এক বড়সড় বিবাদের অবসান হয়েছে। ফলে অযোধ্যায় রাম মন্দির তৈরিতে আর কোনও বাধা নেই।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল আগামী তিন মাসের মধ্যে অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু করতে হবে। সেই সময় শেষ হতে আর মাত্র ৬ মাস বাকি আছে।

সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই রাম মন্দির তৈরির ট্রাস্ট গঠন করবে কেন্দ্রের মোদী সরকার। এ বিষয়ে চলতি সপ্তাহেই নোটিস জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

সরকারি সূত্রের খবর, ট্রাস্টে কারা থাকবেন, সেই নাম দ্রুত ঠিক করা হবে। বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে কথা বলা হবে। তারপর তা চূড়ান্ত রূপ পাবে। ট্রাস্ট হয়ে গেলে তাঁরা মন্দিরের পরিকল্পনা চূড়ান্ত করবে।

সূত্রের খবর, আগামী ২৫ মার্চ থেকে ২ এপ্রিলের যে কোনও একটা দিনে শুরু হবে রাম মন্দির নির্মাণের কাজ। সঙ্ঘ পরিবারের ইচ্ছে, রামনবমীর দিনই (২ এপ্রিল) শুভ সূচনা হোক।