Monday, March 17, 2025
দেশ

৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছতে দেশবাসীকে একসঙ্গে স্বপ্ন দেখতে হবে: মোদী

নয়াদিল্লি: স্বাধীনতার ৭৩তম দিবসে লালকেল্লার মঞ্চ থেকে ফের একবার নতুন ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নব্য রূপের ভারতে একদিকে তিনি যেমন তুলে ধরেছেন গত পাঁচ বছরের উন্নতির হিসাব, তেমনই টেনে এনেছেন নতুন সরকারে দশ সপ্তাহের হিসাব নিকেশ। সেইসঙ্গে তিনি তুলে ধরেছেন ভবিষ্যত ভারতের উজ্জ্বল রূপরেখার বিভিন্ন প্রকল্প।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, এখন সারা বিশ্ব ভারতের সঙ্গে বাণিজ্য করার জন্য মুখিয়ে রয়েছে। কারণ বিজেপি সরকার স্থায়ী সরকার এবং আমরা মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

ভারতকে অর্থনীতিকে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতি আমার লক্ষ্য। প্রত্যেক ভারতবাসীর কাছে আমার আবেদন যাতে তাঁরা দেশ গড়ার কাজে হাত লাগান।

প্রধানমন্ত্রীর কথায়, অনেকেই মনে করছেন পাঁচ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছে যাওয়া অত্যন্ত কঠিন কাজ। তবে যদি আমরা কঠিন লক্ষ্য নিয়ে এগোই তাহলে সাফল্য আসবে।

মোদী জানান, স্বাধীনতার পরের সাত দশকে আমরা দেশের অর্থনীতিতে ২ ট্রিলিয়ন ডলার করতে পেরেছি। আর গত পাঁচ বছরে ২০১৪ থেকে ২০১৯ এর মধ্যে আমরা আরো এক ট্রিলিয়ন ডলার বাড়িয়ে নিতে পেরেছি। যার ফলে আমার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। এবং আমি মনে করছি দেশের প্রত্যেক নাগরিক একযোগে কাজ করলে ৫ ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পৌঁছনো সম্ভব।