পড়ুয়াদের পড়ায় মনযোগী করতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল নিষিদ্ধ করল যোগী সরকার
লখনউ: ছাত্রছাত্রীদের পড়াশোনায় মনযোগী করে তুলতে উত্তরপ্রদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করল যোগী প্রশাসন। এর আগে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারি বৈঠকে মোবাইলের ব্যবহার নিষিদ্ধ করেছেন। ডায়রেক্টরের অফ হায়ার এডুকেশনের তরফে জানানো হয়েছে, কলেজের সময় মনোযোগে বিঘ্ন আটকাতেই এই ব্যবস্থা।
বৃহস্পতিবার থেকে রাজ্যের সর্বত্র বিশ্ববিদ্যালয়, কলেজ ক্যাম্পাসে মোবাইল একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। ফলে এখন থেকে ছাত্রছাত্রীরা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মোবাইল আনতে এবং ব্যবহার করতে পারবে না। শুধু ছাত্রছাত্রীই নয়, শিক্ষক-অধ্যাপকদের ক্ষেত্রেও নিষিদ্ধ হয়েছে মোবাইল ব্যবহার।
শিক্ষা দফতরের মতে, পড়ানোর মূল্যবান সময়ে বহু পড়ুয়া ও শিক্ষক মোবাইলে কথা বলতে ব্যস্ত থাকেন। পড়াশোনার মহামূল্যবান সময়ে পড়ুয়ারা এবং শিক্ষকেরা মোবাইল ফোন ব্যবহারের কারণে অমনযোগী হয়ে পড়ছিল বলে অভিযোগ উঠছিল। সেই অভিযোগ থেকেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।