পরিস্থিতি স্বাভাবিক, ১৪৫ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হল কার্গিলে
কার্গিল: ১৪৫ দিন পরে লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল কার্গিলে মোবাইল ইন্টারনেট ব্যবস্থা ফের চালু করা হল শুক্রবার। কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের মাধ্যমে কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ রদ করে দেয় চলতি বছরের আগস্টে এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর ও লাদাখকে বিভক্ত করে দেয়।
ব্রডব্যান্ড সংযোগগুলি কার্গিলে কার্যকরই ছিল। তবে শুক্রবার ১৪৫ দিন পরে মোবাইল ইন্টারনেট সংযোগ ফের চালু করা হল। কর্মকর্তারা বলেছেন, কার্গিল জেলায় সম্পূর্ণ স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার কারণেই মোবাইল ইন্টারনেট চালু করা হয়েছে। গত চার মাস ধরে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তাঁরা জানিয়েছেন, স্থানীয়দের কাছে মোবাইল ইন্টারনেট পরিষেবার অপব্যবহার না করার জন্য আবেদন করা হয়েছে। মোবাইল ইন্টারনেট চালুর মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের (সমতার) সাংবিধানিক অধিকার ফিরে পেল কার্গিলের অধিবাসীরা।
যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ এই অঞ্চলে বিধিনিষেধ নিয়ে উদ্বেগ প্রকাশ করলে গত মাসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের ইন্টারনেট পরিষেবা চালু করা হবে। এবার সেই কথাই রাখল কেন্দ্রীয় সরকার।