Tuesday, June 24, 2025
Latestখেলা

বিরতিতে সন্তানকে স্তন্যপান করালেন এই ভলিবল খেলোয়াড়, কুর্নিশ সোশ্যাল মিডিয়ার

আইজল: ম্যাচের বিরতিতে ৭ মাসের শিশু সন্তানকে স্তন্যপান করালেন মিজোরামের ভলিবল খেলোয়াড় লালভেন্তলুয়াঙ্গি। সেই ছবিটি শেয়ার হতেই তাঁকে কুর্নিশ জানাল সোশ্যাল মিডিয়া। আইজলে মিজোরাম রাজ্য ক্রাড়া প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে তুইকুম জেলা দলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন লালভেন্তলুয়াঙ্গি।

ম্যাচের বিরতিতে ভলিবল কোর্টের পাশের চেয়ারে বসে নিজের ৭ মাসের শিশু সন্তানকে স্তন্যপান করান লালভেন্তলুয়াঙ্গি। মনোমুগ্ধকর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন মাঠে উপস্থিত এক দর্শক। সোশ্যাল মিডিয়ায় ছবিটি রীতিমতো ভাইরাল হয়েছে। সকলেই প্রশংসা করেছেন। যেভাবে একজন মা তাঁর খেলোয়াড়ি সত্ত্বা ও মাতৃত্ব এক সঙ্গে পালন করেছেন তাতে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।


অনেকে তাঁকে কুর্নিশ জানিয়ে বলেছেন, অনুপ্রেরণার উৎস এই মা! তাঁর ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন মিজোরামের ক্রীড়া ও যুকল্যাণমন্ত্রী রবার্ট রোমাউইয়া রয়টেও। খেলা এবং মাতৃত্বের প্রতি লালভেন্তলুয়াঙ্গির দৃষ্টান্তমূলক অবদানের জন্য ১০ হাজার টাকা পুরস্কারও ঘোষণা করেছেন মন্ত্রী। জানা গেছে, ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে লালভেন্তলুয়াঙ্গির দলই।