ভোটের আগে জোর ধাক্কা! ৭ বারের কংগ্রেস বিধায়ক যোগ দিলেন বিজেপিতে
আইজল: বিধানসভা ভোটের আগে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য মিজোরামে জোর ধাক্কা খেল কংগ্রেস। নিজের পদে ইস্তফা দিয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন মিজোরাম বিধানসভার স্পিকার হাইফেই। সোমবার বিধানসভার ডেপুটি স্পিকার আর লালরিনাওমার কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন। জানা গিয়েছে, তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সাতবারের কংগ্রেস বিধায়ক ছিলেন এই হাইফেই। বর্ষীয়াণ এই বিধায়ক দল ছাড়ায় ভোটের আগে একটু চাপেই পড়ল মিজোরামের শাসকদল কংগ্রেস।
সেপ্টেম্বর থেকে হাইফেইকে নিয়ে ৪০ সদস্যের বিধানসভায় ৫ কংগ্রেস বিধায়ক দলত্যাগ করলেন। হাইফেই-এর বিজেপিতে যোগদান প্রসঙ্গে উত্তর-পূর্ব ভারতে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘৮১ বছরের হাইফেই সিনিয়র একজন নেতা। দলে তাঁর যোগদান মিজোরামে বিজেপিকে শক্তিশালী করে তুলবে।
Hiphei, the Speaker of Mizoram Legislative Assembly has resigned from his post; More details awaited pic.twitter.com/KsD31tBrE2
— ANI (@ANI) 5 November 2018
আগামী ২৮ নভেম্বর মিজোরাম বিধানসভার নির্বাচন। তিন সপ্তাহের কিছু বেশি সময় বাকি রয়েছে নির্বাচনের। দলীয় সূত্রে খবর, পলক বিধানসভা কেন্দ্র থেকে টিকিট না মেলায় তাঁর দল ছাড়ার সিদ্ধান্ত। ২০১৩ সালে পলক বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন হাইফেই। এবং পরে তাঁকে স্পিকার পদে বসানো হয়। কিন্তু এবার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা থেকে তাঁর বাদ দেওয়ায় প্রবল ক্ষুব্ধ হন বর্ষীয়াণ এই কংগ্রেস নেতা। ১৯৭২ থেকে ১৯৮৯ সালের মধ্যে ছয়বার তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি।
এদিকে, বর্ষীয়াণ এই নেতার দল ত্যাগ করা প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি কংগ্রেস । তবে একান্ত আলাপচারিতায় এক কংগ্রেস নেতা জানিয়েছেন, হাইফেইয়ের দল ছাড়ার কোনও প্রভাব নির্বাচনে পড়বে না।