টি-২০ ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ
নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন মিতালি রাজ। চলতি বছরের মার্চে গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ খেলেছিলেন মিতালি। ৩০ বলে অপরাজিত ৩২ রান করেন তিনি।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসাবে কেরিয়ার শেষ করলেন। তাঁর আগে রয়েছে সুজি বেটস, স্টেফানি টেলর, শার্লট এডওয়ার্ডস, মেগ ল্য়ানিং ও ডিয়ান্ড্রা ডটিন। মিতালিই প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে এই ফর্ম্য়াটে ২০০০-এর বেশি রান করেছেন।
শেষ এক বছর মিতালির কেরিয়ারে কিছুটি বিতর্কিত হয়েছিল। ভারতীয় মহিলা দলের প্রাক্তন হেড কোচ রমেশ পাওযারের সঙ্গে তাঁর সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকেছিল।
BREAKING: @M_Raj03 announces retirement from T20Is
She led India in 32 T20Is including the three Women’s WT20 World Cups in 2012 (Sri Lanka), 2014 (Bangladesh) and 2016 (India).
More details here – https://t.co/Yuv1CaCXFv pic.twitter.com/Y6n5irOoME
— BCCI Women (@BCCIWomen) September 3, 2019
২০০৬ সালে মিতালি মহিলা টি-২০ ক্য়াপ্টেন হিসাবে নিযুক্ত হন। ভারতের হয়ে ৮৯টি আন্তর্জাতিক টোয়েন্টি-টোয়েন্টি ম্য়াচে অংশ নেন তিনি। করেন ২৩৬৪ রান। যা ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্য়ে সর্বোচ্চ। ভারতকে এই ফর্ম্য়াটে ৩২টি ম্য়াচে নেতৃত্ব দেন তিনি। এর মধ্য়ে রয়েছে ২০১২, ২০১৪ ও ২০১৬ টি-২০ বিশ্বকাপ।