Friday, March 21, 2025
Latestখেলা

রবি শাস্ত্রীর মাইনে বছরে ১০ কোটি টাকা, পাক কোচ মিসবা কত পান বছরে ?

ইসলামাবাদ: টুকটুক ক্রিকেট থেকে বিশাল মাইনে- প্রথম সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের ক্রিকেট দলের কোচ মিসবা-উল-হককে পড়তে হল এমনই সব অপ্রিয় প্রসঙ্গের মুখে। মিসবা অবশ্য রাগ দেখাননি সাংবাদিকদের উপর। প্রধান কোচ এবং পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিসবা-উল-হক প্রথমবারের মতো তাঁর বেতন নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, আমি কোচ হওয়ার জন্য কোনও ম্যাজিকের সাহায্য নিইনি। তবে বোর্ড কর্তাদের বলেছিলাম, আগের কোচ মিকি আর্থারের মতোই মাইনে দিতে হবে আমাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন পাক অধিনায়ক। এই সময়ে, তাকে বেতন এবং পিসিবি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মিসবাহের বেতন মাসে ২৮ লাখ রুপি (পাকিস্তানি মুদ্রা)। এদিক থেকে তিনি টিম ইন্ডিয়া কোচ রবি শাস্ত্রীর চেয়ে অনেক পিছিয়ে।


‘জিও নিউজ’-এর প্রতিবেদন অনুযায়ী, মিকি আর্থার মাসে ২৪ লাখ টাকা (পাকিস্তানি মুদ্রা) পেতেন। মিসবাহের দুটি দায়িত্ব রয়েছে। সুতরাং তাঁর বেতন ৪ লাখ টাকা বেশি অর্থাৎ প্রতি মাসে ২৮ লাখ টাকা। এটি বার্ষিক প্রায় ৩.৩৬ কোটি টাকা। একই প্রতিবেদনে বলা হয়, টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রীর বার্ষিক বেতন প্রায় ১০ কোটি (ভারতীয় মুদ্রা)। এই দৃষ্টিকোণ থেকে, মিসবাহের বেতন শাস্ত্রীর তুলনায় প্রায় দ্বিগুণ কম।

ওই সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মিসবাহকে জিজ্ঞাসা করেছিলেন, টুক-টুক (আরও রক্ষণাত্মক হওয়া) আপনি যখন ব্যাটিং করছিলেন তখন অনেক কিছু করতেন। নতুন ছেলেদেরও কি একই শিক্ষা দেবেন? প্রশ্নটি শুনে মিসবা হালকা রেগে গেলেও পরে হেসে বললেন, আপনার প্রশ্ন টুক-টুকের দিকে বেশি। মনে হচ্ছে যেন আপনি নিজের গাড়িটা খুঁজে পাচ্ছেন না! অথবা, কেউ আপনাকে বলেছে, এমন প্রশ্ন করবেন যাতে আমি রেগে যাই।