পাক ক্রিকেটারদের খাদ্যতালিকা থেকে বাদ বিরিয়ানি
ইসলামাবাদ: পাকিস্তানি ক্রিকেটারদের খাদ্য তালিকা থেকে বিরিয়ানি বাদ দেওয়ার নির্দেশ দিলেন পাক ক্রিকেট দলের প্রধান কোচ তথা নির্বাচক মিসবা-উল-হক। পরিবর্তে খেলোয়াড়দের বারবিকিউ, পাস্তা, ফল বেশি করে খাওয়ার নির্দেশ দিয়েছেন মিসবা। বিশ্বকাপের সময় পাক ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ফিটনেস বিতর্কে রাশ টানতে পাকিস্তান ক্রিকেট দলের মেনু থেকে বাদ পড়েছে বিরিয়ানি, তৈলাঙ্ক খাবার, মিষ্টি।
গেল বিশ্বকাপে লিগ স্তর থেকেই ছিটকে যায় পাকিস্তান। এই ব্যর্থতার পেছনে দেশের ক্রিকেটারদের ফিটনেসের অভাবকে বিশেষ করে দুষছেন মিসবা। মিকি আর্থারকে সরিয়ে পাকিস্তান ক্রিকেট দলের হেড কোচ করা হয়েছে তাঁকে। দায়িত্ব নিয়েই পাকিস্তান ক্রিকেটের উন্নতিকল্পে কড়া হাতে একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন মিসবা।
বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তান ক্রিকেট দলকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে যেখানে দেখা গিয়েছিল পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ ও তার দল পির্জা, বার্গার খেতে ব্যস্ত। ১৬ জুন ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান।
মিসবার কথায়, তিনি পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে আগ্রাসন ও জয়ের খিদে দেখতে চান। তা করতে হলে ক্রিকেটারদের ফিট হতে হবে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, মিসবার কোচ হিসেবে প্রথম সিরিজ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ২৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর তিনটি টি২০ ও তিনটি ওডিআই খেলার কথা।