Thursday, April 25, 2024
আন্তর্জাতিক

তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি, কান্নারও নেই উপায়!

চোখের জলেও জমে বরফ হয়ে যাচ্ছে এবং চোখের পাতার লোমকে ঘিরে ধরছে। এমনকি থার্মোমিটারও এত ঠাণ্ডা সইতে না পেরে ফেটে যাচ্ছে। এতটাই নিচে নেমেছে রাশিয়ার সাইবেরিয়ার ইয়াকুটিয়া অঞ্চলের তাপমাত্রা। গত মঙ্গলবার সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস!

তাপমাত্রা মাইনাস ৬৭ ডিগ্রি সেলসিয়াস। তাতে কী! কাজকর্ম, বাজারঘাট যেমন চলার তেমনই চলছে। তবে পুলিশের তরফ থেকে বাচ্চাদের এই ঠান্ডায় স্কুলে পাঠাতে নিষেধ করা হয়েছে। তাপমাত্রার এই ভয়াবহ অবনমনে চোখের পাতায়ও জমে যাচ্ছে বরফ।

তাপপাত্রা এতটাই নিচে যে, যদি কেউ কাঁদতে চায় তাহলে চোখ থেকে অশ্র গড়িয়ে পড়বে না। পড়ার আগেই তা জমে বরফ হয়ে যাবে। বিশ্বের শীতলতম মানববসতি হিসাবে ধরা হয় এই ইকুয়াটিয়াকে। ২০১৩ সালে এখানে পারদ পৌঁছেছিল মাইনাস ৭১ ডিগ্রিতে।