Thursday, September 19, 2024
দেশ

নৃশংস! আইসিইউ-র ভিতরেই গণধর্ষণের শিকার নাবালিকা

লখনউ: ফের যোগীর রাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা। ঘটনাস্থল উত্তরপ্রদেশের রায়বেরিলি। একটি বেসরকারি হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা আইসিইউ-তে ভর্তি থাকাকালীন গণধর্ষণ করা হয় নাবালিকাকে। এই ঘটনার পর থেকে আরও অসুস্থ হয়ে পড়েছে ওই নির্যাতিতা। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে নাবালিকার পরিবার।

পুলিশ জানিয়েছে, ওই নার্সিংহোমের এক কর্মী এবং আরও চার অজ্ঞাতপরিচয় যুবক ধর্ষণ করেছে নাবালিকাকে। ধর্ষণের সময় নাবালিকার চিৎকার শুনে জড়ো হয়ে যান অন্যান্য রোগীরা। পরিস্থিতি বেগতিক বুঝে হাসপাতাল ছেড়ে চম্পট দেয় পাঁচ অভিযুক্ত। নার্সিংহোমের ওই কর্মীকে চিহ্নিত করেছে পুলিশ। যদিও বাকি চারজনকে এখনও পর্যন্ত চিহ্নিত করতে পারেনি পুলিশ। দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, দিন কয়েক আগে সাপে কাটে নাবালিকাকে। এরপর ১৬ বছর বয়সী ওই নাবালিকাকে চিকিৎসার জন্য রায়বেরিলির একটি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়। সেখানেই তার উপর চলে এই নারকীয় অত্যাচার। ন্যাক্কারজনক এই ঘটনার পর থেকে আতঙ্কে ভুগছে নির্যাতিতা। বাবা-মা ছাড়া অন্য কাউকে দেখলেই ভয় পাচ্ছে সে। আপাতত ওই নার্সিংহোমের জেনারেল ওয়ার্ডেই ভর্তি রাখা হয়েছে তাকে।

পুলিশের কাছে নির্যাতিতা জানিয়েছে, হাসপাতালের আইসিইউ-তে থাকাকালীন পাঁচজন তাকে ধর্ষণ করে। তাদের মধ্যে একজন হাসপাতালের কর্মী। প্রসঙ্গত, হাসপাতাল কর্তৃপক্ষ ধর্ষণের অভিযোগে মুখে কুলুপ এঁটেছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে।