Saturday, June 21, 2025
Latestদেশ

পরিস্থিতি স্বাভাবিক, জম্মু-কাশ্মীর থেকে ৭২ কোম্পানি বাহিনী প্রত্যাহার করল কেন্দ্র

শ্রীনগর: জম্মু–কাশ্মীর থেকে ৭২ কোম্পানি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রক। মঙ্গলবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩৭০ ধারা বাতিলের সাড়ে চারমাস পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হল।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এই ৭২ কোম্পানির মধ্যে সিআরপিএফ রয়েছে ২৪ কোম্পানি, বিএসএফ রয়েছে ১২ কোম্পানি, আইটিবিপি রয়েছে ১২ কোম্পানি, সশস্ত্র সীমা বল এবং সিআইএসএফ ১২ কোম্পানি।


মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে। তাই সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরাও মনে করছেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে অমিত শাহ ঝুঁকি নিয়ে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিতেন না।

গত আগস্টে সংবিধানের ৩৭০ এবং ৩৫এ অনুচ্ছেদ বাতিলের পর এই অতিরিক্ত বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল। ধীরে ধীরে গোটা তুলে নেওয়া হয়েছে কার্ফু। এবার বাহিনী প্রত্যাহারও করল কেন্দ্র।