নির্ধারিত সময়ে সংসদে ঢুকতে দৌড় দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল, নেটিজেনদের মন জিতলেন
নয়াদিল্লি: সংসদ চত্বরে গাড়ি থেকে নেমেই তড়িঘড়ি করে দৌড় দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বিষয়টি দেখে আশেপাশের সকলেই হতভম্ব। জানা যায়, নির্ধারিত সময়ে পার্লামেন্টে ঢুকতিই নাকি এমন দৌড় দেন তিনি। তার দৌড়ের ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো বেশ ভাইরাল হয়েছে। তবে রেলমন্ত্রীর এমন দৌড়ের প্রশংসা ও সমালোচনাও হয়েছে।
জানা গেছে, বুধবার সকালে মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল। ওই বৈঠকে আমন্ত্রিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা। সেখানে হাজির ছিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলও। আবার সকাল ১১টায় লোকসভার অধিবেশনে প্রশ্নোত্তর পর্বও ছিল। সেখানে রেল সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হতো পীযূষ গোয়েলকে। কিন্তু মন্ত্রিসভার বৈঠকে বেশি সময় লেগে যায়। দেরি করে ফেলেন রেলমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বে যোগ দিতে সংসদ চত্বরে গাড়ি থেকে নেমেই দৌড় দেন তিনি।
That’s a cabinet minister running to attend question hour after attending a cabinet meeting
That’s a cabinet minister running to attend question hour in a country where no one batted an eyelid over absentee MPs
That’s cabinet minister @PiyushGoyal and yes this is new India pic.twitter.com/242DKBv6lM
— Atul Mishra (@TheAtulMishra) December 4, 2019
গুজরাটের বিজেপি সাংসদ প্রভু বসাবা ছবিটি টুইটারে শেয়ার করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, প্রশ্নোত্তর পর্বে দেরি যাতে না হয় সেজন্য নতুন ভারতের প্রাণবন্ত রেলমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকের পর দৌড়ে সংসদে ঢুকলেন।
বিজেপি সাংসদ রবি কিসানের টুইটে বলেছেন, আপনাকে সেলাম। কেউ লিখেছেন, ওনার কাজের ধরণ, দায়বদ্ধতা, সময়ানুবর্তিতা সত্যিই প্রশংসনীয়। অনেকে মজার ছলে বলেছেন, ভারতের রেলের গতিতেই ছুটছেন রেলমন্ত্রী। অনেকে তার এই প্রয়াসের ভূয়সী প্রশংসা করেছেন। তবে কেউ কেউ আবার রেলমন্ত্রীর সময়নুবর্তিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে কি কারণে তাঁর সংসদে উপস্থিত হতে দেরি হল সেটা জানার পর অনেকেই প্রশংসায় ভাসিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে।