Thursday, September 19, 2024
দেশ

‘নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবায়িত না হলে অসম ইসলামিক রাজ্যে পরিণত হবে’

গুয়াহাটি: কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রাজেন গোহেন বলেছেন, নাগরিকত্ব সংশোধনী বিল বাস্তবায়িত করতে না পারলে অসমের অনেক বিধানসভা কেন্দ্র মুসলিমদের হাতে চলে যাবে। তিনি বলেন, অসমের অনেক জেলা ইসলামিক জেলায় পরিণত হতে চলেছে। এখনই ওই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে অসম ইসলামিক রাজ্য হিসেবে পরিচিত হবে।

রাজেন গোহেন বলেন, একমাত্র ভাষাই নয়, এই সংকটের সময়ে আমরা যেন ধর্মকে উপেক্ষা না করি। একত্রিত হিন্দুদের ছাড়া মুসলিম আগ্রাসন থেকে রেহাই পাওয়া যাবে না। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যের ৪০ লাখ মানুষের নাম বাদ পড়েছে। তিনি বলেন এভাবে, মুসলিম জনসংখ্যা বাড়লে অসম ইসলামিক রাজ্যে পরিণত হতে দেরী নেই।

এর আগে গত মে মাসে রাজেন গোহেন দাবি করেন, অসমের ১৫ টি জেলায় বাংলাদেশি মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। নাগরিকত্ব (সংশোধনী) বিলের যারা বিরোধিতা করছেন তাঁদের প্রতি তিনি বাংলাদেশিদের কবলে যাওয়া জেলাগুলো কিভাবে উদ্ধার হবে তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেন।

এ প্রসঙ্গে রাজেন গোহেনয়ের মন্তব্যের সমালোচনা করে অসম রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দ্বীনি তালিমী বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির কাশেমি বলেছিলেন, অসমে যারা বাংলাভাষী মুসলিম তাঁরা কি অসমিয়া নন? বিজেপি বলতে চাচ্ছে বাংলাভাষী মুসলিমরা সকলেই বাংলাদেশি। সেই ‘ভিত্তিহীন কথা টাকেই তাঁরা প্রতিষ্ঠিত করার জন্য এসব কথা বলছে বলেও অভিযোগ করেন তিনি।

মাওলানা আব্দুল কাদির কাশেমি বলেন, ওঁরা এভাবে মুসলিমদের আধিক্য, প্রভাব বা মুসলিমদের সংখ্যা অতিমাত্রায় বেশি হয়ে গিয়েছে এই অপপ্রচারের মধ্য দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) বিল, ২০১৬-এর বিরুদ্ধে আন্দোলনকে দুর্বল করার ষড়যন্ত্র করছে।