ত্রালে এনকাউন্টারে খতম কুখ্যাত সন্ত্রাসবাদী নেতা জাকির মুসা
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের ত্রাল সেক্টরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে শীর্ষ স্থানীয় সন্ত্রাসবাদী নেতা জাকির মুসা। বৃহস্পতিবার বিকালে ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
গোপন সূত্রে খবর আসে, দক্ষিণ কাশ্মীরে পুলওয়ামা জেলার ত্রাল সেক্টরের গ্রাম দাদসারাতে গত দুই দিন ধরে আত্মগোপন করে রয়েছে শীর্ষ স্থানীয় সন্ত্রাসবাদী নেতা জাকির মুসা। তার খোঁজে এদিন দুপুরে গ্রাম ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালায় ৪২ রাষ্ট্রীয় রাইফেল্স, এসওজি এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী।
#BREAKING: ZAKIR MUSA KILLED IN ONGOING ENCOUNTER AT TRAL OF SOUTH KASHMIR BY J&K POLICE, INDIAN ARMY AND CRPF. HUGE VICTORY FOR SECURITY FORCES. MORE DETAILS AWAITED. pic.twitter.com/qVzpT9PROo
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) May 23, 2019
বাহিনীর তরফে মুসাকে আত্মসমর্পণ করার প্রস্তাব দেওয়া হলে উলটে বাহিনীকে নিশানা করে গ্রেনেড ছোড়ে ওই সন্ত্রাসবাদী। জবাবে গুলি চালায় নিরাপত্তা বাহিনী। গুলির লড়াইয়ে মারা যায় আনসার গজওয়াতুল হিন্দ গোষ্ঠীর প্রধান জাকির মুসা।