Friday, March 21, 2025
দেশ

অনন্তনাগে সেনার গুলিতে খতম ১ জঙ্গি

শ্রীনগর: ফের অশান্ত উপত্যকা। গত ২৪ ঘণ্টার মধ্যেই আবারও জঙ্গিদমনে বড়সড় সাফল্য পেল ভারতীয় সেনাবাহিনী। পুলওয়ামার পর এবার ঘটনাস্থল অনন্তনাগ। সেনার গুলিতে নিকেশ হল এক জঙ্গি। খতম হওয়া ওই জঙ্গি কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল, তা এখনও জানা যায়নি। তবে নিহত ওই জঙ্গির কাছ থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সেনা সূত্রে খবর, অনন্তনাগে তিন–চারজন জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েই সেখানে তল্লাশি অভিযান শুরু করেন জওয়ানরা। হানা দেয় যৌথ নিরাপত্তা বাহিনী। ধরপাকড়ের হাত থেকে রেহাই পেতে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা জবাব দেয় ভারতীয় সেনা। দু’পক্ষের মধ্যে প্রায় রাতভর চলে গুলির লড়াই।


শনিবার সকালে ঘটনাস্থল থেকে এক জঙ্গির দেহ উদ্ধার করা হয়। তার কাছে একে ৪৭ রাইফেল–সহ অন্যান্য অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এখনও ওই এলাকায় দু’জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলেই সেনা সূত্রে খবর। তাদের খোঁজে চলছে তল্লাশি। নিরাপত্তার স্বার্থে ওই এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।