Friday, April 26, 2024
কলকাতা

সুজন চক্রবর্তীর স্ত্রী মিলির কলেজের চাকরি অবৈধ! নথি টুইট করে দাবি তৃণমূলের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বাম আমলের চাকরি কেলেঙ্কারি ফাঁস করলো রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস! টুইট করে তৃণমূল দাবি করেছে, প্রাক্তন সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্য চাকরির জন্য কোনও পরীক্ষায় দেননি অথচ ৩৪ বছর ধরে দিনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে চাকরি করেছেন। ২০২১ সালে ৫৫,০০০ টাকা মূল বেতন সহ অবসর গ্রহণ করেন এবং এখনও পেনশন পাচ্ছেন। তৃণমূলের এই নথি প্রকাশের পরেই রাজ্যজুড়ে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ১ আগস্ট থেকে দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে ইনস্ট্রুমেন্ট কিপার পদে চাকরিতে যোগদান করেছিলেন সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্য। দীর্ঘ ৩৪ বছর মোটা মাইনের বেতন পেয়েছেন তিনি। বর্তমানে অবসরের পরে পেনশন পাচ্ছেন।

বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর আদালতে পেশ করার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে তিন নেতার নাম বলেন। দাবি করেন নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারিতে জড়িত সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী। তাদের বিরুদ্ধে তদন্তের দাবি করেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।