বিজেপিতে যোগ দিলেন মিহির গোস্বামী
কলকাতা: শুভেন্দুর ইস্তফার দিনই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন কোচবিহার দক্ষিণের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী। তাঁকে বিজেপিতে স্বাগত জানান অর্জুন সিং ও কৈলাস বিজয়বর্গীয়। এদিনের যোগদান কর্মসূচির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকও।
শুক্রবার নিজের ফেসবুকে তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেন মিহির গোস্বামী। এরপর নিশীথ প্রামাণিকের সঙ্গে দিল্লিতে উড়ে যান মিহির গোস্বামী। সেখানেই আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন।
উল্লেখ্য, শুক্রবার মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ছেড়ে দিয়েছেন সরকারি নিরাপত্তাও। বৃহস্পতিবারই এইচআরবিসি’র চেয়ারম্যানের পদও ছেড়ে দিয়েছেন তিনি। যাতে করে অনেকটাই চাপে পড়েছে রাজ্যের শাসকদল তৃণমূল। এরপরে মিহির গোস্বামীর গেরুয়া শিবিরে যোগদান নিঃসন্দেহে আরও চাপ বাড়ালো তৃণমূলের উপর।
বিজেপিতে যোগদানের পরই তৃণমূলের বিরুদ্ধে সরব হন মিহির গোস্বামী। তিনি বলেন, বিজেপিতে যোগদান করে আনন্দিত বোধ করছি। গত ৩ অক্টোবর তৃণমূলের যাবতীয় সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলাম। বাংলায় এখন অনাচার চলছে। দুর্নীতি ও ঠিকাদারি সংস্থার রাজত্ব কায়েম হয়েছে।
মিহির গোস্বামীর অভিযোগ, উত্তরবঙ্গের মানুষদের বরাবরই বঞ্চিত করেছে তৃণমূল সরকার। নরেন্দ্র মোদীর আমলে যেভাবে পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন হচ্ছে, তাতে আশা করছি রাজ্যে ক্ষমতায় এলে উত্তরবঙ্গেও উন্নয়ন করবে বিজেপি। তাই এটা আমার ধর্মযুদ্ধ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সুদিন দেখতে পাব, এটাই আমার দৃঢ় বিশ্বাস।


