Tuesday, March 25, 2025
রাজ্য​

মিড-ডে মিলে শুধু নুন-ভাত, লাগামছাড়া ‘দুর্নীতি’তে সাসপেন্ড স্কুলের দুই শিক্ষিকা

‎চুঁচুড়া: স্কুলের মিড ডে মিলে ছাত্রছাত্রীদের জুটছে কখনও নুন-ভাত অথবা ফ্যান-ভাত। সোমবার এমন মেনু ‘হাতে-নাতে ধরে ফেললেন’ হুগলীর বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মিড ডে মিলের এহেন করুণ বাস্তবতার কথা স্বীকার করলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষিকারা এবং তা মেনে নিলেন স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। ঘটনাস্থল হুগলীর চুঁচূড়া বালিকা বাণীমন্দির স্কুল। এই ঘটনা নিয়েই সরগরম সপ্তাহের প্রথম দিনের রাজ্য রাজনীতি।

মিড-ডে মিলে নুন-ভাত কান্ডে সাসপেন্ড করা হল দুই শিক্ষিকাকে। প্রাক্তন টিআইসি শমিতা কুশারী এবং বর্তমান টিআইসি পূর্বা মুখার্জীকে সাসপেন্ড করা হয়েছে বলে জানান হুগলি জেলা শাসক ওয়াই রত্নাকর রাও। এই ঘটনার জেরে হুগলি জেলার এক হাজার স্কুলে মিড-ডে মিলের পরিস্থিতি খতিয়ে দেখবে জেলা প্রশাসন।

২৫ হাজার টাকার ডিম কেনা হয়েছে, কিন্তু ছাত্রীরা পায়নি একটাও। ২৫৭ বস্তা চালের কোনও হদিশ নেই। গত কয়েক মাস ধরে স্কুলের ছাত্রীরা স্কুলে এসে মিড ডে মিলের খাওয়াার হিসাবে পাচ্ছে শুধু নুন আর ভাত, কখনও আলু-সিদ্ধ ভাত। ডিআই থেকে ডিএম সর্বত্র জানানো হলেও কোনও সুরাহা হয়নি।

মিড-ডে মিল এমন দুর্নীতির অভিযোগ পেয়েই সোমবার সোজা স্কুলে এসে হাজির হন স্থানীয় সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সাংসদ লকেটের সাফ হুঁশিয়ারি, ছাত্রীদের মুখের খাবার যারা কেড়ে নিয়েছে, তাদের রেয়াত করা হবে না।