Sunday, September 15, 2024
খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই কোহলি-ধোনি

মুম্বাই: অস্ট্রেলিয়া সফরের আগে ফের বিশ্রাম পাচ্ছেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন না কোহলি। তাঁর জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব নেবেন রোহিত শর্মা। এছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজেও সুযোগ পেলেন রোহিত। দীর্ঘদিন পর টেস্ট দলে প্রত্যাবর্তন করছেন রোহিত।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নেই মহেন্দ্র সিং ধোনি। শুধু তাই নয় অস্ট্রেলিয়া সফরে যে দল যাবে তাতেও থাকছেন না মাহি। গত এক বছর ধরে ধোনির ব্যাট হাতে যা ফর্ম সেটাই এই বাদ পড়ার প্রথম কারণ জানাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। গত এক বছরে মাহির স্ট্রাইকরেট ৭০.৭৪। যা এ পর্যন্ত মাহির কেরিয়ারে সবচেয়ে খারাপ পারফরম্যান্স। আর ক্রিকেটের নিরিখেও সেটা একেবারে সাধারণ পারফরম্যান্স।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, কেএল রাহুল, দীনেশ কার্তিক, মনীশ পাণ্ডে, ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চহল, ভুবনেশ্বর কুমার, বুমরাহ, খলিল আহমেদ, উমেশ যাদব ও শাহবাজ নাদিম।