Sunday, June 22, 2025
Latestদেশ

NPR নিয়ে কোনও রাজ্যই বাধা দিতে পারবে না, সাফ জানিয়ে দিল স্বরাষ্ট্র মন্ত্রক

নয়াদিল্লি: বৃহস্পতিবারই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন জাতীয় জনগণনা পঞ্জি বা এনপিআর নিয়ে বৈঠকে পশ্চিমবঙ্গ থেকে কোনও প্রতিনিধি পাঠানো হবে না। চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছিলেন, ক্ষমতা থাকলে ওরা সরকার ভেঙে দেখাক। নিজের সেই অবস্থানে অনড় থাকলেন মুখ্যমন্ত্রী।

এনপিআর নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের ডাকা বৈঠকে শুক্রবার শুধু পশ্চিমবঙ্গ বাদে দেশের সব রাজ্য অংশ নেয়। এ দিনের বৈঠক থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সকল রাজ্যকে আশ্বস্ত করা হল, এনপিআর-এ তথ্য দেওয়ার জন্য কাউকেই বাধ্য করা হবে না।

পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সাফ জানিয়েছে, এনপিআর সাংবিধানিক বাধ্যবাধকতা। এই নিয়ে দেশের কোনও রাজ্য সরকারই বাধা দিতে পারবে না।

প্রসঙ্গত, ইতিমধ্যেই অসমে যেহেতু এনআরসি করা হয়েছে, তাই সেখানে আর নতুন করে NPR-এর কাজ আর করা হবে না। অসম বাদে দেশের সব রাজ্যেই এপিআর চালু করা হবে। এনপিআর-এর জন্য কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই  ৩৯৪১.৩৫ কোটি টাকা বরাদ্দ করেছে।