Monday, November 17, 2025
আন্তর্জাতিক

রাশিয়ার করোনা ভ্যাকসিনে আস্থা রয়েছে, প্রথম নেবেন মেক্সিকোর প্রেসিডেন্ট

মস্কো: গত ১১ আগস্ট বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিনের ঘোষণা করেছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেন, তাঁদের তৈরি করোনার টিকাকরণের অনুমতি মিলেছে। তাঁর এক মেয়েকেও সেই টিকা দেওয়া হয়েছে। এবার রাশিয়ার তৈরি করোনার টিকা স্বেচ্ছায় গ্রহণ করবেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রে ম্যানুয়েল লোপেজ ওবরাডোর।

রাশিয়ার তৈরি করোনা টিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। অনেকেই কটাক্ষ করে বলেছেন, সুরক্ষার থেকে সবার আগে টিকা বাজারে নিয়ে আসাকেই বেশি গুরুত্ব দিচ্ছে পুতিনের দেশ।

বিশেষজ্ঞদের দাবি, এখনও পর্যন্ত রাশিয়ার তৈরি করোনার টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের মাত্র ১০ শতাংশ সফল হয়েছে। তবে রাশিয়া তৈরি টিকাকে অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। এই টিকার প্রথম ব্যাচ উত্‍‌পাদনও করবে বলে জানিয়েছে মেক্সিকো। আর যাবতীয় শঙ্কা দূর করতে নিজের শরীরে প্রথম এই টিকাকরণ করবেন বলে জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট।

উল্লেখ্য, গত ১১ আগস্ট পুতিন জানান, সমস্ত পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছে তাঁদের তৈরি টিকা। করোনা প্রতিরোধের ক্ষমতা রয়েছে এই টিকার। টিকা ব্যবহারের আগে যাবতীয় সব পরীক্ষা করা হয়েছে। তিনি জানান, তাঁর দুই কন্যার মধ্যে একজনকে এই টিকা দেওয়া হয়েছে। তাঁর মেয়ে সুস্থ আছে।