Thursday, December 12, 2024
দেশ

ধর্ষণ নয়, সব হয়েছে দুজনের সম্মতিতে: এম জে আকবর

নয়াদিল্লি: এবার আর যৌন হেনস্থার নয়, ধর্ষণের অভিযোগ উঠল সদ্য পদত্যাগী প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিক পল্লবী গগৈ সম্প্রতি ‘ওয়াশিংটন পোস্ট’-এ একটি নিবন্ধে অভিযোগ করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে এম জে আকবর তাঁকে ধর্ষণ করেছিলেন। ওই সময় সংবাদমাধ্যম ‘দ্য এশিয়ান এজ’-এর প্রধান সম্পাদক ছিলেন আকবর। যদিও ধর্ষণের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন প্রাক্তন মন্ত্রী।

আকবর তাঁর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন। সংবাদসংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এম জে বলেছেন, অভিযোগ উত্থাপনকারী পল্লবী গগৈর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল এবং ওই সময় যা-ই ঘটেছে, সবই পারস্পরিক সম্মতিতে হয়েছে। তিনি বলেন, প্রায় ২০ বছর আগে পল্লবী গগৈর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। তবে এর পরিণতি ভালো ছিল না। পরে সেই সম্পর্ক ভেঙে যায়। সেসময় তাঁদের সঙ্গে যাঁরা কাজ করতেন তাঁদের সকলেই সম্পর্কটার বিষয়ে জানতেন বলে জানিয়েছেন আকবর।

স্বামীর বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার মুখ খুললেন তাঁর স্ত্রী মল্লিকা আকবর। তিনি বলেন, স্বামীর বক্তব্যের সঙ্গে তিনি একমত এবং ১৯৯৪ সালের এই সম্পর্কের কারণে তাঁদের ঘরে অশান্তি হয়েছিল। মল্লিকা বলেন, আমি তাঁদের (আকবর ও পল্লবী) সম্পর্কের বিষয়টি জানতাম। তাঁরা দুজনে অনেক রাতে ফোনে কথা বলতেন। এমনকি আমার উপস্থিতিতেও আকবরের প্রতি পল্লবীর ভালোবাসা দেখেও সম্পর্কের বিষয়টি বুঝতে পারি।