Sunday, September 15, 2024
দেশ

কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে কেন্দ্রের উদ্যোগে গঠিত হল নয়া কমিটি

নয়াদিল্লি: #MeToo বিতর্কে উত্তাল গোটা দেশ। একের পর এক যৌন হেনস্থার অভিযোগ, বাড়ছে অভিযুক্তের তালিকাও। এবার কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রুখতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবেন তাঁরা।

রাজনাথ সিংয়ের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি, প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণ এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। কর্মক্ষেত্রে যে কোনও রকম যৌন হেনস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এই কমিটি। এর সঙ্গে ইলেকট্রনিক কমপ্লেন বক্সও চালু করাও হয়েছে যেখানে হেনস্থা বিষয়ক অভিযোগ জানানো যাবে। নির্দিষ্ট আইন প্রণয়ন নিয়েও পরামর্শ দেবে এই কমিটি।

ভারতে #MeToo আন্দোলনের সূত্রপাত করেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। এরপর একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যৌন নিগ্রহ এমনকি ধর্ষণের অভিযোগ এনেছেন মহিলারা। শুধু বি-টাউনে থমকে নেই আন্দোলনের ঝড়। বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ এনেছেন তাঁর একাধিক সহকর্মীরা। যার জেরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন তিনি।