Thursday, November 13, 2025
দেশ

চিন সীমান্তে যাচ্ছে ভারতীয় বীর সেনা জওয়ানরা, ‘ভারত মাতা কি জয়’ ধ্বনি দিলেন তিব্বতিরা

সিমলা: ১৯৫০ সালে তিব্বত দখল করে নেয় চিন। এরপর থেকেই তিব্বতকে নিজের অংশ বলে দাবী করে থাকে চিন। তবে তিব্বতিরা চিনের সেই দাবি মানতে নারাজ। তিব্বতের স্বাধীনতার দাবি দীর্ঘদিনের। তিব্বতিদের উপর চলে দমন-পীড়ন। তাই ভারতে আশ্রয় গ্রহণ নেয় তিব্বতিরা। তিব্বতিরা চায় ভারত-চিনের মধ্যে সংঘাতে ভারত যেন জয়লাভ করে।

এদিন লাদাখগামী ভারতীয় সেনার কনভয়কে উষ্ণ সংবর্ধনা জানালেন সিমলায় উপস্থিত তিব্বতিরা। পাশাপাশি, সকল জওয়ানদের তিব্বতি শাল দেওয়া হয় সৌভাগ্যের জন্য। ভারত ও তিব্বতের পতাকা নিয়ে রাস্তার ধারে সারি দিয়ে দাঁড়িয়ে ছিলেন ভারতে আশ্রয় নেওয়া তিব্বতি শরণার্থীরা।

দেখুন সেই ভিডিও-


ভারতীয় সেনা জওয়ানদের কনভয় যখন যায়, তখন ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তিব্বতিদের শুভেচ্ছা নিয়ে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি ও কিন্নরে ভারত-চিন সীমান্তে গেলেন ভারতের বীর সেনা জওয়ানরা।

উল্লেখ্য, গালওয়ান কান্ডের পর চিনের একের পর আগ্রাসী মনোভাবের জেরে ভারত-চিন সম্পর্ক এখন তলানিতে। আলোচনা চলছে দু’দেশের মধ্যে তার ফাঁকেই বারবার আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে চিন। তাই সীমান্তে স্পেশাল টিবেটান ফ্রন্টিয়ার ফোর্সের আরও জওয়ানকে পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। এই ফোর্সের একটা বড় অংশ তৈরি হয়েছে তিব্বতি শরণার্থীদের নিয়ে।