Sunday, March 16, 2025
আন্তর্জাতিক

বিদ্বেষ ছড়ানোর দায়ে জাকির নায়েককে নিষিদ্ধ করল মালয়েশিয়ার ৭ প্রদেশ

কুয়ালালামপুর: ভারতের বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েক এবার মালয়েশিয়ার বিভিন্ন রাজ্যে বক্তব্য রাখায় নিষেধাজ্ঞার মুখে পড়েছেন। তার বক্তব্যে সম্প্রীতি বিনষ্ট হচ্ছে, এমন অভিযোগ এনে দেশটির সাত রাজ্যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সোমবার জাকির নায়েকের ওপর মেলাকা রাজ্যে বক্তব্য রাখার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর আগে জোহর, সেলানগর, পেনাং, কেদাহ, পেরলিস এবং সারাওয়াকে জাকির নায়েকের বক্তৃতা নিষিদ্ধ করা হয়।

সোমবার নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অ্যাডলি জাহারি বলেন, এমন কোনও জিনিস চলতে দেওয়া যায় না যা রাজ্যের সম্প্রীতি নষ্ট করে। আমরা জাকির নায়েকের বক্তৃতার অনুমতি দিতে পারি না।

এদিকে, সোমবার দ্বিতীয় বারের মতো জবানবন্দি দেয়ার জন্য তাকে ডেকেছে মালয়েশিয়া পুলিশ। এদিন বেলা তিনটার দিকে মালয়েশিয়া পুলিশের সদর দফতরে দেখা করার কথা রয়েছে জাকির নায়েকের।

পেনাল কোড ৫০৪ ধারা অনুযায়ী, তার জবানবন্দি নেয়া হবে। সাম্প্রতিক সময়ে এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মালয়েশিয়ায় বসবাসরত ভারতীয় হিন্দু এবং চীনাদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাকির নায়েক।