‘ভারত মুসলিমদের দেশ নয়’, নাগরিকত্ব বিল প্রসঙ্গে বললেন মুফতি কন্যা
নয়াদিল্লি: বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র পেল নাগরিকত্ব সংশোধনী বিল। জম্মু ও কাশ্মিরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে সানা ইলতিজা এই বিলের প্রতিবাদে ক্ষোভ উগরে দিলেন। মেহবুবা মুফতি কন্যা সানা ইলতিজার দাবি, বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের কাউকে যেকোনও রকম আনুকূল্য প্রদর্শন করতে চাইছে না এই বিল তারই ইঙ্গিত।
উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিলটি পেশ করে বিজেপি। মন্ত্রিসভা এতে অনুমোদন দিয়েছে। শ্রীঘ্রই বিলটি সংসদে পেশ করা হবে। সংসদে এই বিতর্কিত বিল পেশ হওয়ার পরেই পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান টুইটে লেখেন, ভারত- মুসলিমদের দেশ নয়।
India – No country for Muslims https://t.co/j8NK5XQxnu
— Mehbooba Mufti (@MehboobaMufti) December 4, 2019
প্রসঙ্গত, পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতিকে গত ৫ আগস্ট আটক করা হয়। ওইদিনই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস তুলে নেওয়া হয়। মেহবুবা মুফতির কন্যা সানা ইলতিজা মায়ের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করেন।
নাগরিকত্ব সংশোধনী বিল বলা হয়েছে, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যাঁরা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেবে তাঁদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে। এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। তাঁদের দাবি, এই বিলে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
কেন্দ্রের দাবি, তারা আশপাশের দেশের নিপীড়িত সংখ্যালঘুদের সাহায্যার্থে দায়বদ্ধ। এর আগে ৩৭০ ধারা বাতিল নিয়ে মেহবুবা মুফতি কন্যা সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে টুইটারে লিখেছিলেন, ভারত সরকারের উদ্দেশ্য পরিষ্কার এবং অশুভ। তাঁরা দেশের একমাত্র মুসলিম অধ্যুষিত রাজ্যের জনতত্ত্ব বদলে নিতে চায়। মুসলিমদের শক্তি এতটাই তারা খর্ব করে দিতে চায় যাতে তারা নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে বসবাস করে।